যাত্রা করে বের হয়েছি তাহার কাছে যাবো বলে ।
সাধের তরী সকাল বেলা ভাসিয়ে দিয়ে উজান জলে ।
এই যেন এই দেখতে পাই
চলেছি কূল কিনারা নাই
মেঘ সেজেছে বায়ূকোণে
পাক বাতাসে ঢেউ খেলে ।
পথের সম্বল গণার কয়দিন
ফুরিয়ে চলছে তায় হীন
রাখতে নারি হাইলের বৈঠা
সঙ্গের ছয়টা বেহুশ বলে ।
কখন বা আবর্তজলে, ঘুমতে ঘুমতে তরী চলে
উজান ভাটি কোনটা যে ঠিক
দিক বিদিক বুঝিনা ফলে ।
যাত্রার ফেরে প্রাণ কিরে, অকূলেতে যাবে ডুবে
মনো কয় মন বৈঠা মার, বুক পাতিয়ে ধর হালে
ভয় করোনা ঝড় তুফানে
দোহাই দেও তার প্রাণ পণে
ডুবলেও যাবেনা মারা
আইনের ধারা দেখো খুলে ।।