তোরা কে কে যাবি আয়, নদীয়ায় ভাই
ভবপারে নিয়ে যেতে ডাকেরে দয়াল নিতাই ।
নিতাই হরিবল বলে, ডাকে দুই বাহু তুলে
বক্ষভাসে চক্ষের জলে, প্রেমানন্দে নাচে গায় ।
নিতাই পরম দয়াল, পাপী তাপীর লেগেছে কপাল
মার খেয়ে প্রেম যাচে, নিতাই ডাকছে বলে আয়রে আয় ।
মহা পাপীর পরিত্রাণে, নিতাই হরি গুণগানে
যারে তারে ধরে টানে, কোল দিয়ে কয় হরিবল ভাই ।
নামে প্রেম উথলে মনে, দয়াল নিতাই নামের গুণে
তরাইলো জগজ্জনে, সাক্ষী রলো জগাই মাধাই ।।