মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৮২

নমোঃ হরি শিব গঙ্গা, কালী কৃষ্ণ কেশব ।
সকল মিলিত মহান রুপ, ঈশ্বর বিশ্ব সম্ভব ।
অধঃ উর্দ্ধ দিশ দশ, ব্যাপিত মহদ যশ,
এক এব পরংব্রহ্ম, বিভূতি দেব মানব ।
যত সব রুপ নাম সকলই সিদ্ধকাম,
অবিরাম অনাহত, নাদিত মহাপ্রণব ।
অনুরাগ উপাসনা, করিবে পূর্ণ বাসনা,
বিশ্বে করো মহাপ্রেম, যাহাতে নাহি কৈতব ।।