আমাতে কি আর আমি আছি
যার প্রাণ তারে দিয়ে নীরব হয়েছি ।
শুধু তাহারই লাগি, সারাটি নিশি জাগি
ডাকি ডাকি থাকি থাকি কত কেন্দেছি ।
ধরিতে না পেরে তারে, চলিয়া এসেছি ফিরে
অভিমানে রাগ করে ফেরে পড়েছি ।
প্রাণের লাগি প্রাণ, উদাসী গায় হে গান
নিঝুমে পাতিয়ে কান, থাকতে তারে দেখেছি ।
তাহারি আকুলতা, সহেনা এত ব্যাথা
গাহিয়া প্রাণের গাঁথা, প্রাণে প্রাণে সপিয়াছি ।।