ভাং খেয়ে বিভোর ভোলানাথ, ববম ববম বাজায় গালে ।
তালে তালে দুলে দুলে, ভবানীর পায় পড়ে ঢলে ।
ভষ্মমাখা কলেবরে, আঁখি ঢুলু ঢুলু করে
ব্যাঘ্রচর্ম কটীপরে, রুদ্রাক্ষ দুলিছে গলে ।
ভূত প্রেত যত আছে, তাথৈয়া তাথৈয়া নাচে
ফণী ফণা ফুৎকারিছে, চন্দ্রমা শোভিছে ভালে ।
পশুপতি পাগলপারা, বহে মন্দাকিনী ধারা
পবিত্র প্রেম বিভোরা, প্রণতি পদ যুগলে ।
আশ্রয় নিয়ে বিল্বমূলে, তরে ব্যাধ অবহেলে
সেই ভরসায় তব গুণ গায়, বসে মনো বিল্বতলে ।।