সহিতে পারিনা নাথ, দুর্বিসহ বাক্য বাণ ।
এ সংকটে দয়াময়, ত্বরায়ে মোরে কর প্রাণ ।
দিতে মুষ্টিমেয় অন্ন, কঠোর এত জঘন্য
বাক্যবাণে ছিন্ন ভিন্ন করিছে সতত প্রাণ ।
শিশু ভ্রাতা ভগিনীরে, রুগ্ন দেহে অসহায়ে
কি করি বিপদে প্রভু, করো আশ্রয় প্রদান ।
করিতে পূর্ণ নির্ভর, না পারি ভীত অন্তর
কাঁপে সদা থরথর, না দেখি কিছু কল্যাণ ।
দ্বীন হীন তব দ্বারে, যাবে কি কেন্দে ফিরে
কে আর রাখিবে তারে কে আছে তব সমান ।
পিতা মাতা অবতার, লও পালনের ভার
সংকটে করো উদ্ধার, তুমি সর্বশক্তিমান ।
নানাভাবে লক্ষ্যভ্রষ্ট, হতেছে বিষম কষ্ট
অভিষ্ট ফুরায়ে কর, অনিষ্টের অবসান ।
তপ জপ আরাধনা, কিছুই নাথ জানিনা
দুঃখময় এ প্রার্থনা, পাইবে কি পদে স্থান
কাঙ্গালের মনের কথা, দরিদ্রের মনের ব্যাথা
জানাইবো আর কোথা, না আছে দ্বিতীয় স্থান ।
গুরু দয়া কল্পতরু, ভয়েতে হয়েছি ভীরু
পতিত পাবন জেনে, এসেছি জুড়াতে প্রাণ ।
কে প্রভু জগতে আছে, জুড়াইবো তার কাছে
দীন হীন ভিক্ষা যাচে, করো মুষ্টি অন্নদান ।
দরিদ্রতা মহাপাপ, বিনাশ হৃদয় তাপ
নিদারুণ অভিশাপ, করো মাফ করুণা নিধান ।।