যতই ভাবি ততই ডুবি, পাইনা ভাবের কূল কিনারা ।
ভাবিলে ভাবির ভাবে, হয়ে যাই যে আত্মহারা ।
ভাবের সাগর গভীর ভারি, ভাব বুঝিয়ে মন ডুবুরী
ডুব দিয়ে যা অতল তলে, দেখবিরে মুখ ভাবে ভরা ।
ভাবের ঘরে ঢুকলে পরে, অভাবে তায় ধরতে নারে
ভাবীর ভাবে মন মজিয়ে, হয়ে যায় যে ভাব বিভোরা ।।