মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২০৫

এই যে বিপুল বিশ্ব, আমি পরমাণু তার ।
কি আছে শকতি মম, নিয়তি উপসংহার ।
পূরিত কারণ জলে, কর্মভূমি কুতূহলে
মিছে বাঁধা কর্মফলে, আমিত্ব মায়া বিকার ।
হয়েছি প্রকৃতিলীন, তাই পুরুষত্ব ক্ষীণ
অবসন্ন শক্তিহীন, বিপরীত অভিসার ।
ঈশ্বরত্ব কোথা আর, নরত্বই গর্ভ তার
প্রসব প্রকৃতি দেবী, সহেনা যাতনা আর ।।