ভুল বলে তুই হারাসনে রে মূল ।
যেজন আছে বিশ্বজুড়ে, নাই বলবি কেমন করে,
হৃদি রত্নাকরের অগাধ জলে, ডুব দিয়ে তুই রত্ন তোল ।
সাড়ে তিন পেছ বেড়ার মাঝে, পৈত্রিক ধনের গোলা আছে,
সাপিনী তার চৌকি দিছে, যে ধরেছে পাইছে মূল ।
কুলকুণ্ডলিনীর কূলে, গেলে ভক্তিবলে,
বোটা ছাড়া ফুটা আছে, দেখতে পাবি দুটি ফুল ।
হরির নামে লম্ফ দিয়ে, মদ খেয়ে মাতাল হয়ে,
এমনি ধন কি যাবে লয়ে, করে মিছা গণ্ডগোল ।
না হইলে আত্মবোধ, হয় কি জীবত্ব রোধ,
ভুল বুঝে কি জগৎ আছে, বেদ বেদান্ত সবাই ভুল ?
ঈসা মুসা শ্রীচৈতন্য, সেই প্রেমেতে অচৈতন্য,
ভেবে শূণ্য হলি শূণ্য, শূণ্য পায় সে হইলে ভুল ।
পুরুষ নির্গুণ ব্রহ্ম, লীলাতে স্বগুণ কর্ম,
বুঝে দেখনা সুক্ষ মর্ম, অবতীর্ণ সুক্ষ স্থূল ।
এ মায়া প্রপঞ্চে ভুলে, আত্মতত্ব আছো ভুলে,
ভুল তোমারই ভুলের মূলে, কভু নয় সে নামটি ভুল ।
নামে চলে বাতাস, হয়রে প্রকাশ,
যে পেয়েছে নামের মর্ম, ছেড়ে দিছে মায়ের কোল ।
ভেবে বলে মনোমোহন, সত্য আছে মহাজন,
করে দেখরে ওজন, মাধ্যাকর্ষণ মূল ।
তুই মনে ভেবে দিগ হারাইলি রে দিক,
আসলেতে ঠিক থাকিলে, অকূলেতে পাইতি কুল ।।