মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৯৫

শিষ্য হয়ে বিশ্বমাঝে সেবাব্রতে প্রাণ সপিলে
স্বর্গেও তার ডঙ্কা বাজে ।
খুলবি যদি যোগের মর্ম, শিক্ষা কর সেবা ধর্ম
তা বিনে আর নাহি কর্ম, মহাজন বিধি দিছে ।
ভজনের বল করতে বৃদ্ধি, সেবাই পরম সিদ্ধি
সেবাতে সে পরম নিধি, বিকশিত রহিয়াছে ।।