আমি কি তার সঙ্গ ছাড়া হই ।
যে জন কাতর প্রাণে ডাকে আমায়, মা কই, মা কই ।
হৃদয়ে জাগায়ে জাগে, নামে প্রেমে মাখা থাকে,
আর কিছু না দেখে চোখে, এ ব্রহ্মাণ্ডে আমি বই ।
অন্য কথা কয়না মুখে, ব্যাথিত হয় সে ব্যাথিত দেখে,
সমান থাকে সুখে দুঃখে, লোকের নিন্দা শোনে কই ।
শিশুর মতন স্বভাব ধরে, মা বলে যার আঁখি ঝরে,
পারি কি তায় থাকতে ছেড়ে, অমনি এসে কোলে লই ।
মনোমোহনের মন দুরাচার, শিশুর মতন স্বভাব কই তার,
মায়ের স্নেহের নাই পারাবার, মা আমার ঠিক, আমি মার নই ।।