মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১১০

কে বলে শ্যামা মা কালো,
রুপ ধরেছেন জগত আলো ।
মায়ের চরণ তলে, ভাঙ্গ খেয়ে বব বম বলে,
বাবা পড়তেছেন ঢলে, বাজায়ে গাল ।
সঙ্গে ভূত প্রেত নাচে, আর যে যেখানে আছে,
তাথৈয়া তাথৈয়া বাজে, ডুম্বুর তাল ।
ভব বিভোর ভাবে, নাচে মাতায়ে সবে
বিশ্ব ত্রাসিত রবে, কাঁপে মহাকাল ।
কালবারিণী কালী, অসুর দল দলি,
রুপে ভূবন উজলি, বসেছে ভাল ।
দাস মনোমোহনে, আকাঙ্খিত সদা মনে,
বারিত করি শমনে, পাইতে চরণ তল ।।