মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৮৯

বল লো সজনী আমার সে কই, সে কই
যাহার লাগিয়ে উদাসী হইয়ে, পাগলিনী সেজে রই ।
প্রাণ যারে চায়, সে কই
হৃদয় যারে গায়, সে কই
বাঁশি যে বাজায়, সে কই
হাসি যে খেলায়, সে কই
পলকে ভুলায়, সে কই
মন যে দোলায়, সে কই
মাতিয়ে মাতায়, সে কই
জাগিয়ে জাগায়, সে কই
যাহার লাগি পরাণ পুতলি, আপনা আপনি নাচিয়া উঠে
ডুবাইয়ে তার নয়ন ধারা, অবিরল বেগে ছুটে ।
যাহারে পাইলে সকল পাওয়া যায়, সেই কই
যাহারে পাইলে সকল জানা যায়, সে কই
যাহারে পাইলে সকলই ফুরায়, সে কই
পরশিলে যারে জীবন জুড়ায়, সে কই
হেলিয়ে দুলিয়ে পরাণে খেলায়, সে কই
আপনি কাঁদিয়ে আমারে কাঁদায়, সে কই
আপনি হাসিয়ে আমারে হাসায়, সে কই
আপনি মাতিয়ে আমারে মাতায়, সে কই
আপনার বলে আপনি জাগায়, সে কই
যাহারে দেখিলে নয়ন জুড়ায়, সে কই
মায়ের মতন মাখা মমতায়, সে কই
ভাইয়ের মত স্নেহ করুণায়, সে কই
সখার মতন এক সমতায়, সে কই
পরশে যাহার সরস জীবন, সর্বস্ব ধন মানুষ ঘটে
উদাসিয়া থাকি এ পাগল আঁখি, যেরুপ নিরখি চমকি উঠে ।
যাহার লাগিয়ে পাগল পারা, সে কই
যাহার লাগিয়ে আপনা হারা, সে কই
যাহার লাগিয়ে নিভেনা ধারা, সে কই
যাহার লাগিয়ে জীয়ন্তে মরা, সে কই
যে জন, বলা যায়না তারে, সজনী ধরা কি অধরা, সে কই
হংস হংস করি, সে রুপ পাসরি, স্বরুপ ধরিয়া জাগে
প্রিয় হইতে প্রিয়, পরম আত্মীয়, আপনার মতো লাগে ।।