নাম লইয়ে ডাকা তারে কেবলই বৃথা । সাধনার মূল তত্ব, শুধু চিত্ত একাগ্রতা ।। আমি তুমি যোগ ধ্যান, সাধনে সত্য বিধান, ডাকাডাকি হাকাহাকি, কেবলই কথার কথা । চিন্তাতে মিশিলে ভাব, খোলে সে নিজ স্বভাব, অভাব পূরণ হয়ে যায়, যত সব ব্যাথা ।।