মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২১১

আমি কি মরারে ডাকি
জাগ্রত জীবন্ত প্রত্যক্ষ প্রকৃত, ভিন্ন কই মাখামাখি ।
যে বলুক সে বলুক মরা মরা মরা, শূণ্য শূণ্য শূণ্য অধরা অধরা
আমি দেখি তারে ধরা ধরা ধরা, ধরাধরি করি দুজনে নিরখি ।
চখে আছে লেগে, কেন দেখিবো না, হৃদে আছে জেগে কেন ডাকিবো না
কথা বলি শুনি আপনা আপনি, নীরবে যখনই সেভাবে থাকি ।
যারে পেয়ে আমি, আমি আমি বলি, যে গুণে ত্রিগুণে এত খেলাখেলি
হৃদয়ে হৃদয়ে করে কোলাকুলি, আকুলি বিকুলি যাহার লাগি ।
রসময় শ্যাম রসিক ত্রিভঙ্গ, ভুবন জুড়িয়া যাহার অঙ্গ
করে কত রঙ্গ, সোহাগ প্রসঙ্গ, তরঙ্গে তরঙ্গে লাগে ঝুকাঝুকি ।
যারে পেয়ে আমি, আমি তুমি জেতা, সে কি মরা কভু নাহি শোনে কথা
আ রাম, আ রাম, হরে হরে রাম, হৃদে জপে নাম হৃদয়ে থাকি ।
মনোমোহন তারে পাইয়া পাইয়া, মনপ্রাণ দিয়া গড়িয়া ভাঙ্গিয়া
আঁকিয়া মুছিয়া হাটিয়া, বসিয়ে রয়েছে মুদিয়া আঁখি ।।