মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৪৭

আমি আমার ধর্মাধর্মের সত্য পরিচয় ।
আমি আমার জানা কি আর শাস্ত্র পড়ে কভু হয় ।
প্রাণে আছে ভাবের লেখা, স্বভাব নিলে পাবে দেখা
খুজতে হয় সে একা একা, দুজনার কার্য্য নয় ।
ছেড়ে দিয়ে অন্য লোভ, দিল দরিয়ায় দিলে ডুব
আপনি আপন ভাসে রুপ, স্বরুপেতে হয়ে লয় ।
আমি আমার গুরু শিষ্য, ভাসে বিশ্ব দৃক দৃশ্য
বিশ্বাসী দেখে অবশ্য, আস্য তার হাস্যময় ।
কর্মাকর্মের সমাচার, সকলই জানা তাহার
তারে তারে মিশালে তার, দেখবে সত্য কথা কয় ।।