মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩২৪

দরদি, কয়ে দে তার নিগম কথা, তারে পাবো কই ।
যারে ডাকলে হৃদয় শীতল হয় গো, দেখলে আপন হারা হই ।
যার লাগিয়ে হৃদয় মন, ঘুরে বেড়ায় অনুক্ষণ
যার মধুর নামটি শুনলে পরে, ভবজ্বালা ভুলে রই ।
মনোচোরে মন নিয়ে, কোথা গেছে লুকাইয়ে
কেন্দে মরি ধরতে নারি, ধরি ধরি আর না পাই ।
যার সনে মন মাখা জোখা, তারে বিনে যায় কি থাকা
মনোমোহন বলে আমি, কেমনে বা একা রই ।।