লীলা নিত্যময়ী তারা, শুভদে মা শুভঙ্করী ।
তব কৃপা বিনে ভবে, কেমনে দিবো পারি ।
শক্তি সনাতনী আদ্যা, ভুবনে ভব আরাধ্যা,
ত্বং কালী করুণাময়ী, ত্বংহি মা ভুবনেশ্বরী ।
যোগ নিদ্রা ত্যাগ করি, জাগ মা জাগ শঙ্করী,
করুণার রুপ ধরি, কিঙ্করে করুণা করি ।
ভুজঙ্গরুপা লোহিতা, স্বয়ম্ভূতে সুনিদ্রিতা
সদানন্দময়ী রাধা বিঘ্ন বাধা অপসারি ।
ভাব কান্তি তুমি দেহ, রহিত ইথে সন্দেহ,
সন্তানে করো মা স্নেহ, নিজ মায়া সম্বরি ।
আদরেতে আদরিণী, রাখ মা দিবা যামিনী,
কোলের শিশু ভুলে গিয়ে, ঘুম দিওনা পায়ে পড়ি ।।