আমায় তুমি নেওনা টেনে
এ দেশে বাঁধিয়া রাখছে, কামিনী কাঞ্চনে ।।
অনেক দিন হয় সঙ্গছাড়া, হয়েছি জীয়ন্তে মরা
তোমার কাছে যেতে রে প্রাণ, প্রাণ আমার সদাই টানে ।
এতকাল এসেছি হেথা, না পাই কোনো খবর বার্তা
ঠিকানা ভুলিয়া আমি, কান্দি কেবল রাত্রি দিনে ।
একা মোরে এ বিদেশে, পাঠায়ে কোন সাহসে
আছো তুমি ঘরে বসে, হৃদয় বান্ধি পাষাণে ।
একবার তুমি করে স্মরণ, প্রাণের জ্বালা করো বারণ
তুমি যে নাথ কার্য্য কারণ, মনোমোহন খুব তা জানে ।।