সাধু হওয়া সামান্য তো নয় ।
আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয় ।
ভাবে চাই মরম গড়া, সাম্য সরলতা ভরা,
আত্মজ্ঞান জগত জোড়া, তুচ্ছ করি লজ্জা ভয় ।
পরিহরি কূলমান, দিয়ে স্বার্থ বলিদান,
পর উপকারে প্রাণ, উৎসর্গ করিতে হয় ।
স্বার্থ শূণ্য সরলতা, ভেদাভেদ নাহি যথা,
মনোমোহন কহে তথা, সাধুতার পরিচয় ।।