মুছে দে মা মনের কালী ।
কালী বলে কুতূহলে দেই মা আমি করতালি ।
সর্বাঙ্গে মাখিয়া কালী, উপাসনা করি কালী
মন কামনায় ঠেলাঠেলি, তাইতো যায়না তালিবালি ।
দেখছি জমির কালী করে, সকল জমিন আছো জুড়ে
তবে কেন পাইনা তোরে, কোথায় মা লুকায়ে রইলি ।
ভজন পূজন ভক্তি ছাড়া, তোমার পূজা হয়নি তারা
না জেনে মা শক্তিহারা, নয়নধারা কেবল ঢালি ।
মনোমোহন তোর কোলের ছেলে ।
কালের কোলে দিসনা ফেলে
কোল থেকে রাখ চরণ তলে
কুতূহলে মা মা বলি ।।