হরিনামে মন মজায়ে, দয়াময়ের পূর্ণ ছবি দেখরে হৃদয় মাঝে, স্বভাব সমুদ্রে নাবি । অলকা তিলকা কিবা, কি ছার বিদ্যুৎ প্রভা ও চরণ তলে পড়ে, কত কোটি শশী রবি । নয়নের অভিরাম, নহে রে বিন্দু বিরাম যে দেখেছে সে ভুলেছে, একেবারে গেছে ডুবি ।।