তোর সনে মোর আছে কি সম্বন্ধ ।
তোমায় আমায় আজ দুজনায় লাগলো বিষম দ্বন্ধ ।
তুমি আমি জগৎ জোড়া, আমি কি আর তোমায় ছাড়া
ডাকলে কেন পাইনা সাড়া, কোন কলে রয়েছো বন্ধ ।
মঙ্গল নিদান তুমি, সবই জানো অন্তর্যামী
যেমনি ঘুরাও তেমনি ঘুরি, তবে কেন ভাল মন্দ ।
যা কিছু যায় চক্ষে দেখা, সব জিনিসে সত্য লেখা
তুমি আমি মাখন মাখা, দেখেনা কেন আঁখি অন্ধ ।
চোখ বেঁন্ধে কও দেখ চেয়ে, সুর নাই বল শুনাও গেয়ে
সাধ্য ছাড়া সাধ লুকায়ে, ঘটাইতেছো যত মন্দ ।
মনোমোহন কয় কি সম্বন্ধ, আমি ফুল তার তুমি গন্ধ
একাক্ষর অনেক ছন্দ, অচ্ছিদ্র বিষম রন্ধ্র ।।