মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৫৯

যা আছে আমার বলে কান্দাইয়া লও কেড়ে ।
আর যে কখন এদিক ওদিক, না করি তোমারে ছেড়ে ।
একচ্ছত্র অধিকারে, প্রজা আমি তব দ্বারে
গ্রহণ করো তুমি মোরে, নিশ্চিন্ত থাকি সংসারে ।
কি ভাবে হয় প্রাণ সমর্পণ, জানেনা তা মনোমোহন
জানাইয়ে যুগল চরণ, উঠাইয়া দাও তার শিরে ।।