দয়াময় রাজ্য করো হৃদয়েতে । আমি তুমি এক হইয়ে, থাকি সদা হরষেতে । একটুকু নও হৃদয় ছাড়া, তবু তোমার পাইনা সাড়া হৃদয়যোগে জগত জোড়া, আছো নিজ ভাবেতে । প্রকাশ যুগল আঁখি, কেবল তোমারে দেখি হয়ে গিয়ে মাখামাখি, মজে থাকি তোমাতে ।।