মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৭৪

আদরেতে ভালবাসা, সঙ্গে লয়ে সঙ্গিনী
প্রতিকূলে প্রীতি মাখা, পুলকে দিন যামিনী ।
প্রেমে শান্ত দাস্য সখ্য, বাৎসল্য মধুরে লক্ষ্য
স্থির কর হবে পক্ষ, সেই মোক্ষ প্রেমদায়িনী ।
পবন পাবক জল, বিমান ক্ষিতি সকল
মিলিয়ে এক কমল, পরিমল পরশমণি ।
পরশ সরস তার, হবে সে যদি অমর
হরষে সেবন কর, সে রসে সুধা বাখানি ।।