মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৫৪

থাক থাক থাকরে তোরা, ভরা গাঙ্গের পাড় ।
দেখবি কত ঢেউ খেলাচ্ছে, পারাবারে অনিবার ।
হাওয়াতে উথলে উঠে কত ঢেউ যাচ্ছে ছুটে
কত বা পড়ছে ফুটে, চলছে লুটে চারিধার ।
বেলা ভূমিতে চুম্বন করে, কত বা যেতেছে সরে
ঘূর্ণিপাকে উল্টিয়ে কত বা ভাঙতেছে তার ।
কত তৃণ চলছে ভেসে, পাক বাতাসে খেলছে কত
জাহাজ নৌকা চলছে কত, পড়ছে উঠছে বৈঠা দাড় ।
ভরা গাঙ্গের পারে বসি, রঙ্গ দেখবে দিবানিশি
দেখে দেখে শিখে শিখে, লিখে রেখো কথা তার ।
এতকাল বসে বসে, রঙ্গ দেখে এখন ভেসে
চলেছি কিনার ঘেষে, দেখবো ভাটি কোথা তার ।
উজান দেখতে ঘূর্ণিপাকে, পড়ে এক ঘোর বিপাকে
সামলাইয়া আপনাকে, সিদা বাঁকে নাও আমার ।
এবার দিচ্ছি ভাটি ছেড়ে, ডুবুক কিংবা লাগুক তীরে
ভরসা করছি তারে, যে জন পাড়ের কর্ণধার ।।