পায় ধরে কই গুরু ভজো, যাইয়ো না মন কুপথে ।
সোজা রাস্তায় চলরে ভাই, ভবের বোঝা নিয়ে মাথে ।
কন্টকে বাড়ায়ে পাও, দুঃখ পেয়োনা মাথা খাও
আনন্দে হরিগুণ গাও, কেও যাবেনা কার সাথে ।
আসবে শমন বাঁধবে ও মন, শুনবেনা কার বিনয় বারণ
হুশে থেকে কয় মনোমোহন, ধরে চরণ জোড়হাতে ।।