মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৯৩

তোমার ভুল ভাঙ্গা রুপ ব্রহ্মময় ।
আর যত সব ভুলের মূর্তি, কীর্তি ছাড়া কিছু নয় ।
এরুপ সেরুপ যত কায়া, সকলই স্বরুপের ছায়া,
ভোজের বাজী ভেলকি মায়া, কাজ ফুরায়ে ভগ্ন হয় ।
সাগরে তরঙ্গ উঠে, রঙ্গেতে দিগন্ত ছুটে,
ফিরে এসে লাগে তটে, চিহ্ন কিছু নাহি রয় ।
তেমনি যত রুপের খেলা, কার্যকালে ধরে লীলা,
রুপ ভাঙ্গিয়ে রুপ উজলা, এক রুপে অনন্তময় ।
রুপসাগরে দিয়ে ডুব, ভাব সেই নিত্যরুপ,
যে রুপে চিত্ত লোলুপ, অরুপ স্বরুপ এক দয়াময় ।।