তোমারই মহিমাগুণ, গাহিবো পূরবী তানে । ভৈরবী ভৈরব রবে, ব্রহ্মরুদ্র তালমানে । ললিত পঞ্চম স্বরে বেহাগেতে প্রাণ ভরে দীপক বাগেশ্রী রাগে, মাতিবো হে তব গানে ।। ঝিঝিটে পূরিয়া তান গাহিবো তোমারই গান বসন্ত খাম্বাজ আদি, কানেড়া কেদার সনে ।।