মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩০৭

আহলাদিনী শক্তি তুমি দয়াময়ী গো জননী
জগতের মধ্যবিন্দু, জীবনমুক্তি প্রদায়িনী ।
পড়িয়ে ভব কান্তারে, ডাকি মা অতি কাতরে
না হেরি সুপথ চক্ষে, ঘোর আঁধার রজনী ।
আলোকের পাখি যারা, উড়ে উড়ে যায় মা তারা
অন্ধকারে দিশেহারা আমি দিবা রজনী ।
এখন ছাড়িয়া মায়া, প্রকাশো আপন কায়া
বিকাশো হৃদয়াকাশে হৃদকমল বিলাসিনী ।।