মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৪৭

কৈবল্য কেবলং শিব তোমারই মধুর নাম ।
সত্যমতি সুন্দরং অমৃতময় প্রাণারাম ।
অনপম রুপ ভাতি, হৃদয়ে প্রকাশ জ্যোতি
অদ্বৈত শান্তমানন্দং পরিপূর্ণ পূর্ণকাম ।
স্বরগ্রাম সম্পূরণ, বেদবেদান্ত গান
আদি জ্যোতি কল্যাণ, নয়নের অভিরাম ।
মহাশক্তি সংযোগেতে, খেলিতেছে ভূতে ভূতে
এক হইতে বহুতে, বহুতে এক বিরাম ।
উপনিষদ দর্শন, পাতঞ্জল বিবরণ
অবিষয় কর্মস্রোত, কর্মেতে কৈবল্য বাম ।
ইচ্ছাতে সংকল্প সিদ্ধি, অন্তর পরম শুদ্ধি
নহে কভু হ্রাস বৃদ্ধি, সাধনে সিদ্ধ আরাম ।।