মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৬২

ভব ভাবে তরিতে যদি বাসনা ।
একান্ত অন্তরে কর ইচ্ছাশক্তি সাধনা ।
শক্তিতে সমুদয়, সৃষ্টি স্থিতি হয় লয়
প্রকৃতি পুরুষে মিশে, করে যত রচনা ।
নির্গুণ মন পুরুষে, ইচ্ছা শক্তি সহবাসে
কর্মাকর্ম ধর্মাধর্ম, জন্মায়ে দিছে যাতনা ।
শক্তিকে পুরুষে লয়, করো আরো শক্তি ক্ষয়
হবেনা জেনো নিশ্চয়, পূর্ণ হবে কামনা ।।