দীনবন্ধু বলে আমি ডাকিবো না তোমায় আর
গুছাইয়া কাছে ভঙ্গ, দিয়েছো তুমি আমার ।
দীনবন্ধু যদি হতে, দীনের পানে ফিরে চেতে
কান্দলে কোলে তুলে নিতে, মুছাইতে অশ্রুধারা ।
হলে তুমি দয়াময়, কাঙ্গালের ছিলোনা ভয়
ভয় পেলে পেত অভয়, দূরে যেত দুঃখভার ।
করুণাময় হলে পরে, নিরানন্দ যেতো দূরে
পড়ে আছি অন্ধকারে, কর্মডোরে বাঁধা সংসার ।।