মানুষে যা মন্দ বলে, তাই আমার কর্তব্য করণ ।
ভালোর দিকে যেয়ে দেখছি, স্মরণ হয়না জন্ম মরণ ।
দেখেছি গৃহস্থের বাটী, ঝাটা দিয়ে সকল ঝাটি
পঁচা পঁচলা বিষ্ঠা মাটি, এক জায়গাতে করে রক্ষণ ।
কদিন পরে সার ভাবিয়ে, নেয় তারে মাথে তুলিয়ে
ফসল গাছের গোড়ায় দিয়ে, আনন্দিত চাষার মন ।
সার পেয়ে তার জোরের চোটে, ফল ধরে তার ফুলও ফোটে
মনোমোহন কয় অমনি বটে, ও মন, তোমার সাধন ভজন ।।