কোথায় পাবো এত ভক্তি, এত প্রেম কোথায় পাবো
যতটুকু হলে তোমার, শ্রীপাদপদ্ম হবে লাভ ।
যেতে অল্প সময় অনেক দূরে, একমাল্লা এক ডিঙ্গি চড়ে
যত কাম হাওয়ার জোরে, তত নইলে কেমনে যাবো ।
আগে নইলে তোমার দয়া, ঘুচে কি আর কায়ার মায়া
যায় কি কভু আমির ছায়া, না পেলে তব স্বভাব ।
এ সময়ে এত দূর, যেতে লাগবে যত জোর
এত শক্তি নাহি মোর, ভেবে মরি কি করিবো ।
সতত চঞ্চল চিত্ত, অহংমদে হয়ে মত্ত
না ভাবিয়ে পরমার্থ, ভাবি সে শুধু অভাব ।
কৃপাহি ভরসা করি, মনোমোহনের ভাঙ্গা তরী
অকূলেতে ধরছি পারি, বুঝতে নারি লাভালাভ ।।