মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৫

তিন তারের এক বীণা আছে ।
নিজ করে বীণে, ধরিয়ে ত্রিগুণে, আপনি আপন বাজাইতেছে ।
যন্ত্র মুখে তার, আছে মন্ত্র ভরা, বেদ বিধি শাস্ত্র, তন্ত্র গ্রন্থ ছাড়া
সদা রন্ধ্র মূলে, খেলে কুতূহলে, হংস হংস বলে ডাকতেছে ।
তারে তারে তারে দিতেছে ঝঙ্কার, সঙ্গে সঙ্গে তার বায়াত্তর হাজার
বাজে মূলাধার, বাজে সহস্রার, বহুরুপী তায় আনন্দে নাচে ।
বাজে কত তাল, খেমটা খেয়াল, ব্রহ্মরুদ্র পট, আদ্ধা চৌতাল
সুরতাল রঙ্গে ভ্রুকুটী ভ্রুভঙ্গে, তরঙ্গে তরঙ্গে হাসতেছে ।
কখন কান্দে, কখন কেন যে হাসে, শিশুর অধরে সে নিশানা ভাসে
মনোমোহন তার, মন অভিলাষে, তাহারি তালাশে ছুটিয়াছে ।
এ যন্ত্র সাধনা, কে শিখায়ে দিবে, কোথা সেই যন্ত্রী, কে তারে ধরিবে
সহজে সেই যন্ত্রে, জাগে যেই অন্ত্রে, অনুমান তন্ত্রে, যেয়ে পাছে পাছে ।
ঝঙ্কারে ঝঙ্কারে উঠিলে মাতিয়া, হুঙ্কারে সে যন্ত্রী আপনি জাগিয়া
খেলিয়া খেলিয়া খেলা শিখাইয়া, হাসিয়া কান্দিয়া টেনে লয় কাছে ।।