মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৭

ধীরে ধীরে আঁখি নীরে, কি জানি কি কথা কয় ।
সপ্তস্বরে তিন গ্রামে, অনাহত ধ্বনি হয় ।।
আঁখিতে সঙ্গীত গায়, হৃদিযন্ত্র বাজে তায়,
হাওয়াতে প্রাণ খেলে বেড়ায়, প্রকৃতি মাধুরীময় ।
উদারাতে প্রেমের ঝঙ্কার, মুদারাতে ধরে বিকার,
তারা গ্রামে বাজিলে তার, ত্রিবেণী উজান বয় ।
সপ্তস্বরে বাজে বীণা, সঞ্চারিয়ে তানা নানা,
সুরতান লয় মুর্চ্ছনা, মূর্চ্ছ নাতে মূর্চ্ছা হয় ।
তার পরে তার খোলে আঁখি, এক বিনে সব দেখে ফাঁকি,
উড়ে গিয়ে প্রাণ পাখি, ব্রহ্মপদে হয় লয় ।
মনোমোহন কয় সন্ধানে, এ সেতারের তার কম্পনে,
মুক্তিপদ পায় মহাজনে, ভাগ্যফলে নইলে নয় ।।