দাও হে পূর্ণ বল, সামীপ্য সাধনে দয়াময়
লীলারসে মন মজেনা, ব্যাকুল আছে হৃদয়
রুপে রসে হয়ে মত্ত, নিয়ত চঞ্চল চিত্ত
বিত্ত অর্থ অনুকূল, তবু নাহি সুখোদয় ।
চিন্ময় ছবি তোমার, দর্শনেতে চমৎকার
মানসিক ভাবে কিন্তু, লভিতে নারি আশ্রয় ।
আকার ইঙ্গিতে আশঅ, হয় পাবো ভালোবাসা
অজামিল কুর্ম দশা, কারণে হইবে লয় ।
জ্ঞান যোগে আছে রাজ্য, কুর্মেতে না হয় বাহ্য
হইলো অতি অসহ্য, ন্যায্য কার্যে হও সদয় ।।