মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৭২

হাওয়াতে উড়ছে ঘুড়ি, জোত দড়ি তোর তার হাতে ।
দিবানিশি এদিক সেদিক, ঘুরছো কেবল শূণ্য পথে ।
হাওয়ার জোড়ে উপরে ধেয়ে, স্বভাব দোষে কান্না খেয়ে,
ঠিক হইছো আবার যেয়ে, হাতের দড়ি টান দিতে ।
কখন কখন পাক বাতাসে, ঘুরতে ঘুরতে নামায় এসে,
পড়তে যেয়ে উড়তে হইছে, সাধ্য কি তোর সূত ছিড়তে ।
কুবাতাসে গোপ্তা খেয়ে, পড়লে আবার দেয় উড়ায়ে,
কিছু উঠলে হাওয়া যেয়ে, জোর দিয়ে ঠিক করে তাতে ।
আপনা হাতে রেখে নাটাই, খেইল খেলতেছে আলেক সাঁই ।
অহঙ্কারের নাই বড়াই, যা হতেছে তার ইচ্ছাতে ।
গ্রামের ভিতর নীচের হাওয়া, সমান নাই চাই মাঠে যাওয়া,
উড়লে ঘুড়ি উপড়ে সমান, বসলে যেয়ে সমান জোতে ।
মনোমোহনের পতং ঘুড়ি, অল্প সূতায় ঘুরাফিরি,
কি করি যা করায় করি, দিন গেলো ভাই ঘুরতে ঘুরতে ।।