মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৬৮

তারে নারে তানা না না
তা ধিন ধিন ধিন বাজাও রে ভাই ।
সা রে গা মা পা ধা নি সা
সারে গা আলেক সাঁই ।
তারে তারে তালাশ করে
গা মা পা ধা নি সা গা রে
তারে নারে তানা না না
সুর তান লয় মূর্চ্ছনা, মনো তো জানেনা তাই ।
ধাগে তেটে ধাগে তেটে, ভাব এসে যখন জুটে
বেসুরাতে সুর লাগাই
উথলে উঠে মনের মণি
প্রাণ দিয়ে প্রাণ টানাটানি
প্রাণের দোসর হলো তাই ।
ধা ঘেরে নাগ দি, বাজাইয়ে আপ্তাবদ্দী
গায় গুণীজন ঠাই ।।