চিন্ময় মানুষ ছবি, ভাবরে মন মানুষ । বিলাসে রসাল ভাবে, স্বভাবে না আছে দোষ । ব্রহ্মাণ্ডেতে যত ভাব, মানুষে তত স্বভাব, কর্মযোগে আছে বাহ্য, প্রেমেতে পূর্ণ সন্তোষ । তুমি আমি যত জীব, সবে ব্রহ্মা বিষ্ণু শিব লীলাচ্ছলে কেলি করে, সঙ্গযোগে স্ত্রী পুরুষ ।।