মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১০৯

একবার আমায় দে মা ছুটি ।
গারদ হইতে বাহির হয়ে, শ্রীপদ সুধা মধু লুটি ।
জেলখানাতে কয়েদ হয়ে, করছি কেবল লুটালুটি,
ছয় প্যাদাতে মশিল করে, তাদের সঙ্গে নাহি আটি ।
রং বাজারের রঙ্গের ঘরে, রঙ্গের বড় পরিপাটি,
খেলছি সদায় পুতুল খেলা, হয়ে আমি কাঁচাগুটী ।
ভবের মেলায় ধূলা খেলায়, দেখি কেবল লাঠালাঠি,
উজান পথে যেতে তারা, টেনে কেবল লামায় ভাটী ।
মন বুঝেনা একদিন যে তার, বাঁধবে গো মা খাটি পাটি,
অষ্টপাশে বদ্ধ হয়ে, মায়ার বেড়ী কিসে কাটি ।
মনোমোহন কয় এই কর মা, খাদ কেটে মা করো খাটি,
শিশু বলে শিরে তুলে, দে মা রাঙ্গা চরণ দুটি ।
পাষাণী পাষাণের মেয়ে, পাষাণ হয়ে রইলি বেটি,
নয়ন জলে পাষাণ গলে ফুটাও তুমি আমি ফুটি ।।