যার সনে যার মন বাঁধা
নয়ন বাঁধা যার রুপে
সে কি তারে ভুলতে পারে
একেবারে যে গেছে ডুবে ।
চণ্ডীদাস আর রজকিণী
বিল্বমঙ্গল চিন্তামনি
তারা প্রেমের শিরোমণি
মিশে গেছে ভাবে ভাবে ।
এক রশিতে দুজন বাঁধা
কখন হাসা কখন কান্দা
মনোমোহন হলো আঁধা
পিপড়ায় খাইলো গুড়ের লাভে ।।