মা বলে আর ডাকবোনা মা তোরে ।
মা হইয়ে উলঙ্গিনী, কেন আছিস অসি ধরে ।
ভয় পেয়ে চাই কোলে যেতে, ভয় করে মা রুপ দেখিতে
আগুন জ্বলে দু আঁখিতে, মুণ্ডমালা হৃদিপরে ।
ভাব দেখে মা করি বিচার, দয়ামায়া নাই মা তোমার
দয়াময়ীর এমন আকার, কখন কি মা হতে পারে ।
বুঝিনা তাই ভ্রমে ভুলি, একথা সেকথা বলি
ভক্তের কাছে নাকি কালী, বাঞ্ছামত রুপ ধরে ।
দেখা দাও তাই জানতে পেয়ে, ভয় পেয়ে মা ভীত হয়ে
মনো তোমার ডাকছে বয়ে, করুণা কর কিঙ্করে ।
সিংহ শিশু বাঘের ছানা, যার যার মাকে ভয় করেনা
মা হলে মা ভয় থাকেনা, ভয় করি কুকর্ম করে ।
কুসন্তানে চোখ রাঙায়ে থাকো গো মা তুমি চেয়ে
নইলে সদায় অভয় দিয়ে, নেচে বেড়াও কোলে করে ।
ভাবের ঘরে পড়ে ধরা, আপনি আপন গেলাম মারা
রক্ষা করো ও মা তারা, মনোমোহন পড়েছে ফেরে ।।