গিয়েছো যদি অমর ধামে আনিতে অমৃত বারি ।
দেখিও যেন আমরা সবে, থেকোনা কভু পাসরি ।।
যারা অমৃত আকাঙ্খিত, পিপাসী আকুল চিত
না হয় যেন কভু বঞ্চিত, দীন কাঙ্গাল ভিখারী ।।
যারা হৃদি পদ্মাসনে, নিমগ্ন তোমারই ধ্যানে
জানেনা আর অন্য জনে, বিনে সে পদ তোমারই ।
মহেন্দ্র মনোমোহন গুলমামুদ পঞ্চানন
কুমার কৃষ্ণ বিশ্বম্ভর দয়াল গোপাল জুলমতকারী ।।