দেহ মন পবিত্র হইবে যদি হরি গুন গান তবে কর মন নিরবধি । পরিহরি লজ্জা ভয়, বল হরি দয়াময় হিংসা নিন্দা ত্যাজ্য করে, কুলমানের দাও সমাধি । আত্মপর মিথ্যা জ্ঞান, অহঙ্কার অভিমান করো জলাঞ্জলি দান, লভিবে পরম নিধি ।।