মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৯৩

দয়া আমার মা জননী, দয়াময় বাবা ।
কাজ কি আমার বহুরুপে, কাজ কি অন্য দেবী দেবা ।
পিতামাতা সত্য গুরু, জ্ঞানদাতা কল্পতরু
ব্রহ্মাণ্ড দেখিতে পাই তার মাঝে নিশি দিবা ।
হৃদি আলোকিত রুপে, মজো মন সুধাকূপে
একরুপে আন্তময় জেনে কর গুরু সেবা ।
অনন্তের মধ্যে বিন্দু, হৃদাকাশে গুরু ইন্দু
আকর্ষিয়ে প্রেমসিন্ধু মন্থনে পূর্ণ প্রতিভা ।।