মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৭৮

হরি প্রেমসাগরে ভক্তিভরে, ডুব দিয়া মন থাকরে ।
শিশুর মতো সরল হয়ে, কাতর প্রাণে ডাকরে ।
দারা সুত পরিজনে, কি করবে তোর ধন মানে
ধরবে যেদিন কাল শমনে, ভাঙ্গবে সকল জাকরে ।
কাছ থেকে না গেলে দূরে, শিশু বৎস্য হাম্বা করে
ডাক দেখি মন তেমন করে, রেখে অনুরাগ রে ।
হরি হতে নাম ভারী, নামের সহিত আছেন হরি
সদায় বল হরি হরি, ঘুচিবে বিপাক রে ।।