মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৮১

তরী বাইয়া যারে নাইয়া, জুমারি জুমারি
হাল দিয়ে কাণ্ডারীর হাতে, দাড় টান ভাই তাড়াতাড়ি ।
পাড়ি দিতে অকূল নদী, আসমানে করেছে আঁধি
ভয় করোনা নিরবধি, গেয়ে চলো নামের সারি
পালের দড়ি কুবাতাসে, হাত রেখে পাছায় বসে
আড়ি ধরে টান কষে, সুবাতাসে দিও ছাড়ি ।
ভ্রান্ত হলে পান্থের কাছে, সুধাইয়ো পথ মাঝে মাঝে
সে পথ যাদের জানা আছে, অজানা বিষম বৈরী ।
পড়লে নায়ের হট্টগোলে, ঐ কাণ্ডারীর চরণতলে
পড়ে থেকো বিপদ কালে, সামলিয়ে দিবে তরী ।
মনো কয় যার মাঝি সুজন, ভাগ্যবান নাই তারি মতন
মাঝির গুণে অধোঃপতন, হলেম এবার মরি মরি ।।